Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাটগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৩, ০৮:৩৩ পিএম


পাটগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের বেংকান্দা এলাকায় পুকুরে ডুবে সিয়াম ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেংকান্দা এলাকার নিজ বাড়ি থেকে সকাল ১০ টার দিকে খেলার জন্য বের হয়ে যায় সিয়াম। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে নেমে  ডুবে যায় সিয়াম। পরিবারের লোকজনেরা অনেক খোঁজা-খুঁজি করেও তাকে পায়নি। পরে স্থানীয়রা সন্দেহজনকভাবে পুকুরে নেমে খুঁজতে থাকে। এ সময় মৃত্যু অবস্থায় তাঁর লাশ পায় স্থানীয়রা। মৃত্যু সিয়ামের বাবার নাম রাজিবুল ইসলাম। সিয়াম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ পুকুরে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আরএস

Link copied!