Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সোনারগাঁওয়ে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৬

সোনারগাঁও প্রতিনিধি

সোনারগাঁও প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৩, ০২:৩৫ পিএম


সোনারগাঁওয়ে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৬

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা তালতলা এলাকার এশিয়ান হাইওয়ে রাস্তায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় দেশীয় অস্ত্র, ডাকাতি করা টাকা, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল ও একটি হাইস গাড়ীসহ ৬ ভুয়া ডিবি পুলিশকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে তালতলা তদন্ত কেন্দ্র পুলিশ।

আজ মামলা দায়ের করার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, উপজেলার কাচপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে রাস্তা ললাটি বিদ্যুৎ অফিসের সামনে ডিবি পুলিশ পরিচয়ে বিআরটিসি গাড়ী থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে রূপগঞ্জ গাউসিয়ার দিকে নিয়ে যাচ্ছে।

এসময় তালতলা তদন্ত কেন্দ্রের এ এস আই শাহিন মিয়া, এ এস আই ইলিয়াস আহম্মেদসহ অন্যান্য পুলিশ সদস্য  এশিয়ান হাইওয়ের শিংলাবো ব্রিজে চেক পোস্ট বসিয়ে রাত সাড়ে ১১ টায় বিভিন্ন গাড়ী তল্লাশি চালিয়ে হাইয়েস গাড়ী ও ভুয়া ডিবি পরিচয় দানকারী শামীম মিয়া, আরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম, মিলন মিয়া, রায়হান মিয়াসহ ৬ ডাকাত সদস্যকেগ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের বাড়ী বরিশাল কুমিল্লা, চাদপুর, ফরিদপুরসহ বিভিন্ন জেলায়। উপস্থিত থেকে একাজের নেতৃত্ব দেন  তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানী।

ইনচার্জ জাকির রব্বানী বলেন, দীর্ঘদিন যাবৎ এ চক্রটি বিভিন্ন এলাকাসহ এই এলাকায় বিভিন্ন অপকর্মসহ রোড ডাকাতি করে আসছে। আমরা বিভিন্ন ভাবে খোজ খবর নিয়ে মাঠে কাজ করার এক পর্যায়ে গতকাল রাতে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা একটি সাদা রংয়ের হাইয়েস গাড়ী, একটি হ্যান্ডকাপ, একটি ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল, কয়েকটি রাম দা, ৬টি মোবাইল, ডাকাতি করা ৯০ হাজার টাকাসহ ডাকাতি করার জন্য গাড়ী থেকে নামিয়ে অপহরণ করা ভিকটিম স্বর্ন ব্যবসায়ী মিনাল কান্তি রায় সুমনকে উদ্ধার করা হয়েছে।

তিনি জেলার আড়াই হাজার উপজেলার গোপালদী পৌরসভার বাসিন্দা। তিনি ঢাকায় স্বর্নের ব্যবসা করেন। গতকাল রাতে ব্যবসা শেষে গোপালদী নিজ বাড়ীতে ফিরার জন্য গুলিস্তান থেকে বিআরটিসি বাসে উঠেন। ডাকাতদল তাকে লক্ষ্য করে পিছু নিয়ে মদনপুরের পর ললাটি পল্লি বিদ্যুৎ অফিসের সামনে রাস্তায় বাসটিকে থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নেয়।

এবিষয়ে ব্যবসায়ী মিনাল কান্তি রায় সুমন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। আসামিদের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসান উল্লাহ বলেন, ডিবি পরিচয় দিয়ে ডাকাতির ঘঠনায় মামলা নেয়া হয়েছে। জড়িত বাকী আসামিদের গ্রেপ্তার করার জন্য মাঠে কাজ করছে পুলিশ।

এইচআর

Link copied!