Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাহুবলে র‍্যাবের হাতে গাঁজাসহ গ্রেপ্তার ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৩, ০৪:১১ পিএম


বাহুবলে র‍্যাবের হাতে গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের বাহুবলে ৩২ কেজি গাঁজাসহ কাওসার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৯ এর অভিযানিক দল।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দ্বিমুড়া হাফিজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের যষপালা গ্রামের চেরাগ আলীর ছেলে কাওসার মিয়া(৩৫) সিএনজি অটো রিক্সা যোগে বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের দ্বিমুড়া হাফিজপুর টু হবিগঞ্জ বাইপাস রোডে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা ও সিএনজি অটো রিক্সাসহ কাওসার মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

শুক্রবার সকালে বাহুবল মডেল থানায় র‍্যাব বাদী হয়ে কাওসার মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টার দিকে কাওসার মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে বাহুবল মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।

এইচআর

Link copied!