Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২৩, ০৬:২৫ পিএম


মাধবপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জের মাধবপুরে গ্রামীণ আধিপাত্যকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার খাটুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, খাটুরা গ্রামের আলাই মিয়া (২৫), আলী আহম্মদ (৬৫) মাহমুদা খাতুন (৩৫), হৃদয় মিয়া (১৮) ফয়জুননেচ্ছা (৩০), হুমায়ূন কবীর(৩৮), ছোট্টু মেম্বার(৫০), আবুল কাসেম (৩৫), সুমন মিয়া (২৫), কামরুল ইসলাম(৩৫), এনাম খা (৪০), ফরিদ মিয়া (৩৮), ছেনু মিয়া (৫০), খলিলুর রহমান(৬৫), সমিরননেচ্ছা (৫০), সুমন মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘাদিন ধরে খাটুরা গ্রামে আলী আহম্মদ ও খলিল মিয়ার মধ্যে গ্রামীণ আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকাল ৮ টার দিকে খাটুরা গ্রামে আলী আহম্মদের লোকজন মাঠে কৃষি কাজ করতে গেলে খলিলুর রহমানের লোকজন আলী আহম্মদের লোকজনকে মারধর করে। এ সংবাদটি গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দা, লাঠি, বল্লম, তীর ধনুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোকজন আহত হন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কোন পক্ষ এখন থানায় কোন অভিযোগ করেনি।  অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

Link copied!