Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নবীনগরে শোকাবহ আগস্টে সাবেক-বর্তমান এমপির মাসব্যাপি কর্মসূচি

মো. বাবুল, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া)

মো. বাবুল, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া)

আগস্ট ২৬, ২০২৩, ০৬:৫৫ পিএম


নবীনগরে শোকাবহ আগস্টে সাবেক-বর্তমান এমপির মাসব্যাপি কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শোকাবহ আগস্টে সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল ও বর্তমান এমপি এবাদুল করিম বুলবুলের মাস জুড়ে নানা কর্মসূচিতে প্রাণবন্ত উপজেলা আওয়ামী লীগ।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নিজেদের জনপ্রিয়তা, দলীয় নেতাকর্মী ও নিজ নিজ অনুসারীদের মনোবল চাঙা করতে এবং শোকাবহ আগস্টের ১৫ আগস্ট  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে শহীদ ও ২১ আগস্টে গ্রেনেড হামলায় শহীদ হওয়া সকলের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণার কৌশল হিসেবে বেছে নিয়েছে সাবেক ও বর্তমান এমপি।

সাপ্তাহিক শুক্রবার, শনিবারের কর্মসূচি ছাড়া ৫ আগস্ট উপজেলা অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা দিয়ে শুরু করেন বর্তমান এমপি এবাদুল করিম বুলবুল, তারই ধারাবাহিকতা ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যলয়ে দোয়া মাহফিল, একই দিন নবীনগর বড় বাজারে, ১৯ আগস্ট জিনদপুর ইউনিয়নের রমজান মোল্লা মসজিদ মাঠে, ২৫ আগস্ট গণিশাহ মাজার মাঠে, ২৬ আগস্ট বিদ্যাকুট উচ্চ বিদ্যালয় মাঠে নিজ অনুসারী, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের নিকট আগামী নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে সকলের সহযোগিতা ও অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দেয়ার অনুরোধ করে।

অপরদিকে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রথমে দলীয় কার্যলয়ে পরে একই দিনে নবীনগর পৌরসভার সবকয়টি ওয়ার্ডে পৃথক তিনটি স্থানে, ১৯ আগস্ট সাহেবনগরে, গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে, শ্রীরামপুর নবারুণ একাডেমি বিদ্যালয় মাঠে, ২১ আগস্ট বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে, চরিলাম চারগ্রাম বাজারে, নাটঘর উচ্চ বিদ্যালয় মাঠে, ২৬ আগস্ট শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে, বাশারুক বাজার মোড়ে ও জিনদপুর বাজার সংলগ্ন মাঠে দলীয় নেতাকর্মী, নিজ অনুসারী ও সাধারণ জনগণের নিকট বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ণ ও  উপজেলাকে দালাল, হাইব্রিড মুক্ত সুন্দর আওয়ামী লীগ উপহার দিতে নৌকার পক্ষে আগামী নির্বাচনে তাকে মনোনয়ন পেতে সহযোগিতা করার অনুরোধ করেন এবং তিনি সকলের ভোটে নির্বাচিত হতে পারে উপজেলার সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবেন ও  দলীয় নেতাকর্মী বা কোন প্রভাবশালী ব্যক্তিদ্বারা কোন সাধারণ মানুষ হয়রানি স্বীকার হবে না এমন অঙ্গিকার করে।

এআরএস

Link copied!