Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২৩, ০৭:০১ পিএম


ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

জামালপুরের ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের ২৫০০ হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান।  

ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পার্টিসিপেটরী অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার আয়োজনে শনিবার (২৫আগস্ট) ফরিদুল হক খান অডিটরিয়ামে আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে উপজেলার ইসলামপুর সদর, বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে মশারী তুলে দেন তিনি।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের, অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, জেলা পরিষদ সদস্য রোজিনা আক্তার চায়না, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সজল গোমেজ, পারি এনজিও‍‍`র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পালসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!