Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সীমান্তে বসবাসকারীদের করণীয় নিয়ে বিজিবি’র আলোচনা সভা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৩, ০১:০৪ পিএম


সীমান্তে বসবাসকারীদের করণীয় নিয়ে বিজিবি’র আলোচনা সভা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) সীমান্তের জনসাধারণকে নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার বিকেল ৫টায় পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার মাস্টার বাড়ি মসজিদ সংলগ্ন মাঠে সীমান্তে বসবাসকারী জনসাধারণকে নিয়ে জনসচেতনতামুলক সভার আয়োজন করা হয়।

উক্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -তিস্তা ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকিব। এ সময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ আলী, তিস্তা ব্যাটেলিয়ান -২ (৬১বিজিবি) এর সহকারী পরিচালক সোহাগ মিলন, স্থানীয় ইউনিয়ন প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্ত এলাকার জনসাধারণ।

সভায় অবৈধভাবে সীমান্তে অনুপ্রবেশ, সীমান্ত হত্যার কুফল, মাদকদ্রব্য, নারী ও শিশু পাচার, চোরাচালানি মালামাল পাচার, গবাদিপশু পাচার এবং আন্ত: সীমান্ত অপরাধসহ সীমান্তের শূন্য রেখা হতে ১৫০ গজের মধ্যে গবাদিপশু না চড়ানো বিষয়ে আলোচনা করা হয়।

 

Link copied!