Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

কামারখন্দ (সিরাগজগঞ্জ) প্রতিনিধি

কামারখন্দ (সিরাগজগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৩, ০৩:০৩ পিএম


ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ইঞ্জিনচালিত নৌকার সাথে ওড়না জড়িয়ে সুফিয়া খাতুন (৪২) নামের একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বাজার ভদ্রঘাট ফুলজোর নদীতে এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার ভদ্রঘাটের সিরাজুলের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে ভদ্রঘাট থেকে শাহজাহাদপুরের উদ্দেশ্যে ২৫ থেকে ৩০ জনকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা পিকনিকে যাচ্ছিলেন। নৌকাটি কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে নৌকার পিছনে বসে থাকা ওই নারী নদীতে পড়ে যায় ও নৌকার পাখার সঙ্গে গুরুতর আহত অবস্থায় ঘটনার স্থলে মারা যায়।

কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম বলেন, গণস্বাস্থ্য ও টেক্সটাইলের ২৫ থেকে ৩০ জন পিকনিকের উদ্দেশ্যে নৌকায় যাচ্ছিলেন। এসময় নৌকার পিছনে বসে থাকা নারী হঠাৎ করে নদীতে পড়ে যায় এবং নৌকার পাখার সাথে গুরুতর আহত অবস্থায় মারা যায়।

এআরএস

Link copied!