Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পীরগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম অববাহিতিকরণ সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৩, ০৩:১৮ পিএম


পীরগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম অববাহিতিকরণ সভা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা হলরুমে  সোমবার সকালে  সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ বিষয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন পেশা ও বিভিন্ন  শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন। 

এ সময়  বক্তারা  বলেন, প্রধানমন্ত্রীর  এ উদ্যোগকে আমরা সাধুবাদ  জানাই এবং এর মাধ্যমে বাংলাদেশের মানুষ অনেক সুয়োগ সুবিধা পাবেন, পেনশন স্কিম  থাকলে আর কাউকে বৃদ্ধাশ্রমে যেতে হবেনা।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজিরের  সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁ ৩ আসনের সংসদ সদস্য আহমেদ, ঠাকুরগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত , পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুয়েল রান, পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশার লোকজন।

এআরএস

Link copied!