Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

কাশিমপুরে ইয়াবাসহ দুই কারবারি আটক

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৩, ০৩:৩১ পিএম


কাশিমপুরে ইয়াবাসহ দুই কারবারি আটক

গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

সোমবার (২৮ আগষ্ট) রাতে মহানগরীর কাশিমপুরের ৬ নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় রিপন মিয়ার চা-দোকানের সামনের পাকা রাস্তার উপরে মাদক ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলহাজ উদ্দিন ও নয়ন হোসেনকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাব্বির হোসেন এবং নাসির উদ্দীন পালিয়ে যান।

এসময় তার কাছ থেকে ১৭৫০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন।

তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এইচআর

Link copied!