Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় পুষ্টি ও খাদ্য নিরাপত্তা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৩, ০২:১২ পিএম


মাটিরাঙ্গায় পুষ্টি ও খাদ্য নিরাপত্তা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মাটিরাঙ্গায় দুই দিনব্যাপী "পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন"শীর্ষক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট ) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা  কৃষক প্রশিক্ষণ হল রুমে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা শীর্ষক ২ দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  জেলা প্রশিক্ষক কৃষিবিদ মো. বাছিরুল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক কৃষিবিদ মো. বাছিরুল আলম। মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জ্যোতি কিশোর বড়ুয়া প্রমুখ।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় দেশে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। এ কথার অনেক গভীরতা আছে। আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেতন হতে হবে।

বর্তমানে যে-সব আবাদি জমি রয়েছে এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সুচারুভাবে দায়িত্ব পালন করতে হবে।

এইচআর

Link copied!