Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ইসলামপুরে নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৩, ০৫:২৪ পিএম


ইসলামপুরে নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে ইসলামপুর নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইসলামপুর উপজেলার বেশ কিছু ইউনিয়ন  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি ৩১৩ সেন্টিমিটার ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান মুঠোফোনে বলেন, উপজেলা প্রায় ১২০ হেক্টর জমি রোপা আমন ধান পানি প্লাবিত। তবে দীর্ঘ মেয়াদী বন্যা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

এইচআর

Link copied!