Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গা জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩১, ২০২৩, ০৭:২৭ পিএম


চুয়াডাঙ্গা জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএমের নির্দেশনায় এক সপ্তাহ মেয়াদী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স চলমান রয়েছে। 

তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলায় ৩১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ৬ দিন ব্যাপি অনুষ্ঠিত দক্ষতা উন্নয়ন কোর্স ১২তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পুলিশ সুপার দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সফলতা ও দক্ষতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীবৃন্দ।

আরএস
 

Link copied!