Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফুলপুরে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৩, ১১:২৮ এএম


ফুলপুরে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুটিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে বিভিন্ন ধরনের মালামালসহ বাজারের ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

জানা যায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মূহুর্তেই একই সারির অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাজারের ব্যবসায়ী সেলিম মিয়ার কাপড় ও জুতার দোকান, মানিক মিয়া ও আবু বাক্কারের মনোহারী, মুসা মিয়ার চাউল ও ভূষি, তোতা মিয়ার চাল, এনামুল হকের ঔষধ ও শহিদুল ইসলামের শুঁটকি মাছের দোকান পুড়ে যায়। পরে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সিংহেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহা আলী বলেন, আমি এখন বিশেষ কাজে ঢাকার বাইরে আছি। তবে ঘটনাস্থল পরিদর্শনে আমার প্রতিনিধি পাঠিয়েছি।

মিজানুর/এআরএস

Link copied!