Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ১, ২০২৩, ০২:২১ পিএম


বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি‍‍`র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  শুক্রবার (১ সেপ্টম্বর)  সকাল সাড়ে ১১ টার দিকে বরিশালের দলীয় কার্যালয় থেকে বিভিন্ন শ্লোগানে, ব্যানার, ফেস্টুন ,প্লে কার্ড নিয়ে বরিশাল জেলা ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। র‌্যালীটির নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আবুল হোসেন খান।

এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি‍‍`র সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় কার্যলয়ে আলোচনা সভা শেষে একটি র‌্যালীটি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।

এআরএস

 

Link copied!