Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

ট্রলারে বিস্ফোরণ, ১২ জেলের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৩, ০৪:৪২ পিএম


ট্রলারে বিস্ফোরণ, ১২ জেলের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক
ছবি: দৈনিক আমার সংবাদ

কক্সবাজার পৌরশহরের নুনিয়ারছড়া ৬ নম্বর ঘাটে ট্রলারে বিস্ফোরণের ঘটনায় ১২ জেলের মধ্যে ১০ জনের শরীরের ৭০ভাগ পুড়ে গেছে৷ তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে৷

দগ্ধ জেলেরা হলেন, আইয়ুব, ওসমান, দীল মোহাম্মদ, রফিক, মনির, শফিকুল, আরমান, রহিম, রহিমুল্লাহ, আলী আকবর, শাহিন ও দুলাল মাঝি।

দৈনিক আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান৷

তিনি জানান, বাকি দুজনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ঘাটে নোঙর করা অবস্থায় ফিশিং ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে গুরুতর দগ্ধ হয়েছেন।

আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম রেফার করা হয়। বাকি দুজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অবস্থায় সিলিন্ডার বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, আহত সবাই মো. সেলিমের মালিকানাধীন দুলাল মাঝির ফিশিং ট্রলারের জেলে। তারা কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ড কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা৷

উল্লেখ্য, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের নুনিয়ারছড়া ৬ নম্বর ঘাটে ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে৷

রাশেদুল/এআরএস

Link copied!