Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৩, ০৫:১৪ পিএম


নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহ উপজেলার রৌমারি বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বিলে গোসল করতে নেমে শফিকুল ইসলাম (২৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়।

নিখোঁজের একদিন পর আজ শুক্রবার ( ০১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে শফিকুল নিখোঁজ হয়। নিখোঁজ শফিকুল শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানী এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ওই উপজেলার ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল শেরপুরে শ্রীবরদী উপজেলা থেকে ৫ জন বন্ধুসহ রৌমারী বিলে ঘুরতে আসেন। বিলের রাস্তার কালভার্টের উপর পাঁচ বন্ধু মিলে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় তিন বন্ধু গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে কালভার্টের উপর থেকে শফিকুলসহ ৩ জন লাফ দেন। সঙ্গে সঙ্গে পানির তারা স্রোতে বিলের মাঝে চলে যান। পরে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও শফিকুল বিলের পানিতে ডুবে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,‍‍` বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল। বিলে থেকে মরদেহ উদ্ধার হয়েছে, ঘটনাস্থলে পুলিশে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

Link copied!