Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন সম্পাদক বিধান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৩, ১২:০১ পিএম


ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন সম্পাদক বিধান

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে পুনঃ নির্বাচিত হয়েছেন যশোদা জীবন দেবনাথ সিআইপি, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ননি গোপাল রায় ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা। যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অজয় কুমার রায়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে দিন দিনব্যাপী শহরের শ্রীধাম শ্রী অঙ্গনে এ সন্মেলন অনুষ্ঠিত হয়৷

ফরিদপুর জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি‍‍`র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জে এল ভৌমিক, সহ সভাপতি সাংবাদিক শ্রী বাসুদেব ধর, শ্রী জয়ন্ত কুমার দেব, সাধারন সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, মহিলা বিষয়ক সম্পাদক ড. ছায়া ভট্টাচার্য,কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায় মিহির হাওলাদার,ধ্রুব কুমার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পরিচালক শ্রী সুবীর চৌধুরী, সদর উপজেলার পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, শহর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, মনোরঞ্জন বিশ্বাস, সুভাষ রায়, শ্যামল কুমার সাহা, প্রবীর কুমার বিশ্বাস, পরিমল চন্দ্র দাস, অনুপ সাহা, রবীন্দ্রনাথ সরকার। স্বপন কুমার সাহা, সঞ্জয় কুমার সাহা।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ননি গোপাল সাহা, শৈলী কর্মকার ও জয় বিশ্বাস।

সম্মেলন শেষে বিগত কমিটি বাতিল করে  আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

Link copied!