Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৮:৪৪ পিএম


নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নড়াইলের লোহাগড়ায় ৩’শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। 

এসময় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত মো. পলাশ মোল্যা(৩৫) ও মো. নিলু মোল্যা (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. পলাশ মোল্যা লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মো. কাউছার মোল্যার ছেলে এবং মো. নিলু মোল্যা একই গ্রামের মৃত জবু মোল্যার ছেলে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৩’শ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এব্যাপারে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুনের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এআরএস

Link copied!