Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিরাজদীখানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৯:০৯ পিএম


সিরাজদীখানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৮৫জন এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে রোববার বিকালে উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, একটি করে গাছের চারা ও এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর রিপন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন,সহকারী কমিশনান (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক, রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, কোলা ইউপির চেয়ারম্যান এএইচ এম সাইফুল ইসলাম মিন্টু, বাসাইল ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম, কেয়াইন ইউপির চেয়ারম্যান মো. আশ্রাফ আলী, শেখরনগর ইউপির চেয়ারম্যান দেবব্রত সরকার (টুটুল), বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এআরএস

Link copied!