Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৪:৩৮ পিএম


গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকার ব্র্যাক অফিসের পূর্ব পাশ থেকে সোমবার পরিত্যক্ত একটি চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় লোকজন জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ব্র্যাক অফিসের পূর্ব পাশে অটোমোবাইল গ্যারেজের পিছনে এক ব্যক্তির লাশ পুরাতন চৌবাচ্চার মধ্যে পড়ে থাকতে দেখে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় লোকজনরা ধারণা করছেন লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল।  

এইচআর

Link copied!