Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাউজানে সিএনজি অটোরিক্সা ও চোলাইমদসহ গ্রেপ্তার ১

রাউজান প্রতিনিধি

রাউজান প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৬:০৮ পিএম


রাউজানে সিএনজি অটোরিক্সা ও চোলাইমদসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাউজান উপজেলায় ২টি সিএনজি অটোরিক্সা ৩০০ লিটার পাহাড়ী ছোলাই মদসহ মো.  দিদার(৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকালে রাউজান থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা যায়, মঙ্গলবার ভোর ৩টা ৫০ মিনিটের সময় রাউজান থানার এসআই অসীম কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সহ অবৈধ মাদকদ্রব্য, ওয়ারেন্ট তামিল ও রাত্রিকালীন নিয়মিত টহল ডিউটি করাকালে সংবাদ পান যে, উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ছিটিয়া পাড়া চৌধুরী ঘাটা মোতালেব সওদাগরের বাড়ীর সামনে রাস্তার উপর স্থানীয় জনগণ এক ব্যক্তিকে ২টি সিএনজি চালিত অটোরিক্সা বিপুল পরিমান চোলাইমদসহ আটক করলে খবর পেয়ে এসআই অসীম কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সহ ভোর রাত ৪টা ২০ মিনিটের সময় ঘটনাস্থলে এসে উপস্থিত লোকজনের হেফাজত হইতে আসামি মো. দিদার, ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উক্ত চোলাইমদ পরিবহনে ব্যবহৃত ২টি সিএনজি চালিত অটোরিক্সাসহ চট্টগ্রাম-থ-১৪-৯১৩৬-চট্টগ্রাম-থ-১৪-১০৫৩,মাদক ব্যবসায়ী মো.  দিদারকে গ্রেপ্তার করেন।

তিনি রাউজান ৭নং ইউনিয়নের নাতোয়ান বাগিচা ৮নং ওয়ার্ড অছির মোহাম্মদের বাড়ীর সাহাব উদ্দিনের ছেলে। স্থানীয় জনগণ কর্তৃক ধৃত কালে উক্ত সিএনজি গাড়ীর চালক মো. জাহেদ (২৪) কৌশলে পালিয়ে যান। 

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, পুলিশ রাত্রিকালীন নিয়মিত টহল ডিউটি করাকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ৩০০ লিটার মদ, ২টি অটোরিকশা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামি মো. জাহেদ পালাতক রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে  সিএমপি এর বায়েজিদ বোস্তামি থানায় ডাকাতি মামলা, রাউজান থানায় অপহরণ ও মাদক মামলা রয়েছে।

এইচআর

Link copied!