Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নাচোলে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৬:৫২ পিএম


নাচোলে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমম্বিত পানি সম্পদ ব্যবহাপনা ( IWRM) প্রকল্পের সহযোগীতায়

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। অন্যনোর মধ্যে বক্তব্য রাখেন নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকিরয়া, বিএডিএর সিনিয়র এসও আব্দুল খালেক, নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংবাদিক এ্যাসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আবুল হোসেন, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা, সহকারী প্রকল্প সমন্বয়কারী আনোয়ারা বেগম, ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং ইসরাত যাহান প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর কাউন্সিলর বৃন্দ, স্থানীয় সাংবাদিকদ বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কমিউনিটি মোবাইল্যাজার বেলাল উদ্দিন।

আলোচনায় সভায় পানির বর্তমান অবস্থা নিয়ে বিশেষ গুরুত্বারোপ আলোকপাত করেন বক্তাগণ।

আলোচনায় শেষে, পৌরসভার বর্জ থেকে তৈরি জৈব স্যার ফসলে ব্যবহার করার জন্য উপস্থিত সকল অতিথি বৃন্দকে ৪০টাকায় ২কেজি করে দেওয়া হয়। ডাসকোকে তাদের সহায়তায় এই প্রকল্পটি আগামীদিনে কৃষিখাতে অনেক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দরা।

এআরএস
 

Link copied!