ফুলছড়ি প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৫:২০ পিএম
ফুলছড়ি প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৫:২০ পিএম
গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় অবস্থিত গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার বিকেলে ডেঙ্গু মশা প্রতিরোধ বিষয়ক সচেতনতা ও প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ডেঙ্গু মশা প্রতিরোধ নিয়ে শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক জোবাইদুর রহমান, মওলানা শিক্ষক মো. জাহাঙ্গীর আলাম প্রমুখ। সমাবেশে ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।
এর আগে বুধবার সারাদেশে ডেঙ্গু রোগ ঠেকাতে পরিপত্র জারি করে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধান ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
পরিপত্রের নির্দেশনা মোতাবেক সব শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রতিকার প্রতিরোধ বিষয়ক কার্যক্রম বাস্তবায়নের এই আয়োজন করা হয়।
এইচআর