Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লোহাগড়ায় গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৫

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৬:২৪ পিএম


লোহাগড়ায় গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৫

নড়াইল লোহাগড়া থানা পুলিশ নগদ পঁচিশ হাজার টাকা ও ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) দুপুরে লোহাগড়া থানাধীন মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিনের দিক নির্দেশনায় এসআই কে এম তৌফিক আহমেদ টিপু, এএসআই ছদরুল আলম ও পুলিশের একটি আভিযানিক দল পাচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটককৃত হলেন- লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে রফিক মল্লিক(৪১), পাচুড়িয়া গ্রামের চান মিয়া শেখের ছেলে মো. ইউসুফ শেখ(৪০), কুমারকান্দা গ্রামের মো. সুজন শেখের ছেলে মিকাইল শেখ(৩০), চর আড়িয়ারা গ্রামের বদরুদ্দোজা মোল্যার ছেলে মো. ইমদাদুল হক বাপ্পি(৩৮) ও কুমিল্লা জেলার- চৌদ্দগ্রাম থানার আলী আসরাফ আলীর ছেলে আব্দুর হক(৪৫)।

এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে গাঁজা বিক্রির নগদ পঁচিশ হাজার টাকা ও  ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায়  লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সাদিরা খাতুনের নির্দেশনায় নড়াইল জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

এইচআর

Link copied!