Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আলতাদিঘী পুনঃখননে বিজিবি-বিএসএফ বৈঠক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৬:৫৮ পিএম


আলতাদিঘী পুনঃখননে বিজিবি-বিএসএফ বৈঠক

নওগাঁর ধামইরহাটের সীমান্তবর্তী আলতাদিঘী পুনঃখননের জন্য বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই বাহিনীর অধিনায়কগণ নেতৃত্বদেন। বৈঠকে আলতাদিঘী পুনঃখনন বিষয়ে আলোচনা ছাড়াও উভয় দেশের সীমান্তে শান্তি শঙ্খলা বজার রাখতে উভয় অধিনায়ক একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের সীমান্তবর্তী ঐতিহাসিক আলতাদিঘীর উত্তর পূর্ব প্রান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে সীমান্ত পিলার ২৬৮/৯ এর নিকট এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৯ সদস্য বিশিষ্ট বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হামিদ উদ্দিন। অপরদিকে ৬ সদস্য বিশিষ্ট বিএসএফের পক্ষে নেতৃত্বদেন ১৩৭ বিএসএফ ভারতের পতিরাম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুখভীর ডাঙ্গার।

আলোচনায় অংশ নেন সামাজিক বনায়ণের বগুড়ার বন সংরক্ষক মো. আমিনুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল রানা, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, নওগাঁর সহকারি বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান, ধামইরহাট বনবিট কর্মকর্তা মো. আনিসুর রহমান প্রমুখ।

সৌজন্য বৈঠকে পর্যটনের অপার সম্ভাবনার আলতাদিঘী পুনঃখননের মাধ্যমে আলতাদিঘী ও শালবন জাতীয় উদ্যানে জীববৈচিত্র রক্ষায় দিঘীটি পুনঃখননে দীর্ঘসূত্রতা নিরসনে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠকে দুই বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লংঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা বজার রাখতে উভয় অধিনায়ক এক সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এআরএস

 

Link copied!