Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শিক্ষাবিষয়ক ম্যাগাজিন দৃষ্টিকোণ’র মোড়ক উন্মোচন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৪:৪৯ পিএম


শিক্ষাবিষয়ক ম্যাগাজিন দৃষ্টিকোণ’র মোড়ক উন্মোচন

নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন ‘দৃষ্টিকোণ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার রামপুর বাজারে এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ইডিএ) এর কার্যালয়ে  ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়।

‘দৃষ্টিকোণ’ একটি শিক্ষাবিষয়ক ম্যাগাজিন। যার প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হায়দার আহমদ খান এয়ং সম্পাদনা পরিষদের আহবায়ক হাসিনা কুমকুম।

শিক্ষার মানোন্নয়নে সহায়ক বেসরকারি প্রতিষ্ঠান এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ইডিএ) এর উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইডিএ‍‍`র চেয়ারম্যান শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা হায়দার আহমদ খান এফসিএ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডিএ সহ সভাপতি আব্দুল আউয়াল বকুল এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুন নবীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন দৃষ্টিকোণ সম্পাদনা পরিষদের আহবায়ক হাসিনা কুমকুম।

এছাড়াও বক্তব্য দেন ইডিএ‍‍`র সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সারওয়ার রহমান, নির্বাহী সদস্য আব্দুর রশিদ, মোনায়েম খান, খলিলুর রহমান, মো. রতন মিয়া, মো. নজরুল ইসলাম, এসএইচএম দিনাজ উদ্দিন ফকির, মাজহারুল ইসলাম, মাহবুবুল আলম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঁইয়া প্রমুখ।

এআরএস

Link copied!