Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নলছিটিতে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা ও নবাগতকে বরণ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৩, ১২:২৫ পিএম


নলছিটিতে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা ও নবাগতকে বরণ

ঝালকাঠির নলছিটিতে সদ্য বদলী হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদের বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও মো. নজরুল ইসলামকে বরণ  করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান,পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদায়ী ইউএনও জান্নাত আরা নাহিদ বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজন, আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষের ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি।  

এছাড়া যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ অঞ্চলের মানুষের পাশে থেকে জনকল্যাণকর কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এই উপজেলার উন্নয়নকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এইচআর

Link copied!