Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দুমকিতে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে আহত ১৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৩, ০১:৫৮ পিএম


দুমকিতে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর দুমকিতে ঔষধ সরবরাহের একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঢাকা-দশমিনা রুটের চেয়ারম্যান পরিবহন বাস দুর্ঘটনায় অন্তত: ১৫ যাত্রী আহত হয়েছে।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুমকি-লেবুখালী সড়কের কাঁঠালতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী দশমিনা রুটের চেয়ারম্যান পরিবহন (ঢাকা মেট্টো-ব ১৫-৭৩৪৫) ঘটনাস্থলে বিপরীত দিকের ঔষধ সরবরাহের পিকআপভ্যান (ঢাকা মেট্টো-ম ১১-৬৪৬৬) সাইড দিতে গিয়ে সজোড়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের খাদে পড়ে যায়।

এতে পরিবহন বাসের কাচ ভেঙে ও সামনের আংশিক দুমড়ে মুচড়ে অন্তত: ১৫ যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহত যাত্রীদের পায়রা সেতুর টোল প্লাজার বিভিন্ন ফার্মেসী ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনায় পতিত পিকআপটি সরিয়ে নিয়ে যানবাহন সচল করে দেয়। তবে দায়ী পিক-আপের চালক পালিয়ে যায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

এইচআর

Link copied!