Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৫:১১ পিএম


চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদক বিক্রির দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) বেলাল হোসেন। দণ্ডিত মোহাম্মদ রফিক (৪০) সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা।

পিপি বেলাল হোসেন বলেন, ২০২০ সালের ৪ মার্চ মাদক বিক্রির খবর পেয়ে ওই এলাকায় রফিকের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি দল। সেখান থেকে অবৈধ মাদকদ্রব্য ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ রফিককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ওই দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

এইচআর

Link copied!