Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৪:২৬ পিএম


মাটিরাঙ্গায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফেনী নদীতে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর ) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অযোধ্যা বিওপির পাশে নুরনবী পাড়ায় অযোধ্যা ছড়ার মুখে ফেনী নদীতে অর্ধগলিত হাতে পায়ে শিকল দিয়ে তালা মারা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার সকালে ফেনী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয়।

পরে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া নেতৃত্বে  পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা লাশটি নদীতে ভাসতে ভাসতে অযোধ্যা বিওপির পাশে নুরনবী পাড়ায় অযোধ্যা ছড়ার মুখে ফেনী নদীর ব্লকের সাথে পড়ে আছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ফেনী নদীতে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  পরবর্তী আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআর

Link copied!