Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সোনারগাঁওয়ে অজ্ঞাত ভিক্ষুকের লাশ উদ্ধার

সোনারগাঁও প্রতিনিধি

সোনারগাঁও প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৩, ০১:৫৫ পিএম


সোনারগাঁওয়ে অজ্ঞাত ভিক্ষুকের লাশ উদ্ধার

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার গঙ্গাপুর এলাকায় ব্রিজের উপর থেকে আজ সকালে অজ্ঞাতনামা এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকা থেকে জাতীয় পরিসেবা ৯৯৯ থেকে কল দিয়ে অবহিত করার পর সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির নির্দেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গঙ্গাপুর এলাকার একটি ব্রিজের উপর থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়েছে ।

এস আই আসাদুর রহমান জানান,  খবর পেয়ে সঙ্গীয় অন্যান্য পুলিশ সদস্য নিয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তার সুরতহাল প্রস্তুত শেষে পোস্টমর্টেম রিপোর্টের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, লাশের পরিচয় সনাক্তকরণে কাজ করছে পুলিশ, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচআর

Link copied!