Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলপুরে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৬:১৩ পিএম


ফুলপুরে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

ময়মনসিংহের ফুলপুরে শ্যামল (২৭) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। জানা যায়, রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার আলোকদি গ্রামের কাঁচা রাস্তায় বাবুল মিয়ার দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী শ্যামলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

পরে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত শ্যামল (২৭) আলোকদি গ্রামের মরহুম হযরত আলী ম্যানেজারের ছোট ছেলে। বালু ব্যবসার পাশাপাশি সে ড্রাম ট্রাকেরও ব্যবসা করতো।

উক্ত খুনের ঘটনায় নিহতের ভাই উজ্জল বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রধান আসামি মুঞ্জুরুল হক (৩০) সহ মোসাদ্দিক (৩৮) ও মনিরুল ইসলাম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শ্যামলের খুনিদের ফাঁসির দাবিতে সোমবার (১১ সেপ্টেম্বর) ফুলপুর শহরে মানববন্ধন করেছেন আলোকদি গ্রামবাসী।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

এইচআর

Link copied!