Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ভেড়ামারায় মাদকসহ আসামি গ্রেপ্তার

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৭:০৫ পিএম


ভেড়ামারায় মাদকসহ আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার আসামি গ্রেপ্তার। 

সোমবার সকাল ১০টায় এএইচএম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের দিক নির্দেশনায়, মহসীন আল মুরাদ অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল কুষ্টিয়ার নির্দেশে জহুরুল ইসলাম অফিসার ইনচার্জ ভেড়ামারা থানা নেতৃত্বে এসআই (নিঃ) হাফিজুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া কারিগরপাড়ায় অভিযান চালিয়ে মোজাফফর আলী পুত্র খোকন (৪২)কে ৮০(আশি) পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট গ্রেপ্তার করেছে। 

এ ব্যাপারে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা  নাম্বার ১১ তারিখ -১১/৯/২৩ ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।

এইচআর

Link copied!