Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙ্গাবালীতে গাজাঁসহ দুই জন গ্রেপ্তার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০১:৪২ পিএম


রাঙ্গাবালীতে গাজাঁসহ দুই জন গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১ কেজি ৭০০ গ্রাম গাজাঁসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রাঙ্গাবালী  ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুগীর হাওলা গ্রামের আঃ নাসির খন্দকার এর ছেলে অপু খন্দকার (২৬) ও মো. আবিল মিয়ার ছেলে শাওন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটের সময় উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের যগীর হাওলা গ্রমে খন্দকার বাড়ি অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মো. আল আমিন ও এসআই (নিঃ) মো. রবিউল ইসলাম এর নের্তৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে দুইজনকে গাজাঁসহ গ্রেপ্তারকরে।

রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, আমি মাদক এর সাথে কখনোই আপোষ করিনা। যে কেউ হোক মাদক এর সাথে জড়িত থাকলে তাকে কোন ভাবে ছাড় দেয়া হবেনা। আজ গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এইচআর

Link copied!