Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৩:০৭ পিএম


মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬টি দোকান মালিককে মঠবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা অডিটরিয়ামে এ সহায়তার অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে পৌর প্রশাসক আরিফ-উল-হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, মঠবাড়িয়া বনিক সমিতির সভাপতি শামসুল হাসান খোকা, সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, বনিক সমিতির সদস্য ও সাংবাদিক বৃন্ধ। পরে স্থায়ী দুই ব্যাবসায়ীর হাতে ১০ হাজার করে এবং ভাসমান ২৪ ব্যাবসায়ীর হাতে ৫ হাজার করে টাকা তুলে দেন পৌর প্রশাসক মো. আরিফ-উল-হক।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ২৩ রবিবার সকাল ৬ টায় মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় মন্দিরের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এআরএস

 

Link copied!