Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেহেরপুরে প্রাইভেটকার-ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

গাংনী  প্রতিনিধি

গাংনী প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৬:১৪ পিএম


মেহেরপুরে প্রাইভেটকার-ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মেহেরপুরে প্রাইভেট কারের ধাক্কায় ‌ সবুজ আহমেদ পটল (২৪) নামের পাখি ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আলমপুর ও মদনাডাঙ্গা গ্রামের মাঝামাঝি পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পটল মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মসজিদ পাড়ার আবুল কাশেমের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় আজিজুল হকের ছেলে আসাদুল হক জানান, নিহত পটল ঘটনার সময় মদনাডাঙ্গার দিক থেকে বাড়ির দিকে আসছিলেন। ওই সময় মেহেরপুরের দিক থেকে একটি সাদা প্রাইভেট কার গাংনীর দিকে যাচ্ছিল।

পথিমধ্যে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের গোপালপুর ও মদনাডাঙ্গার মাঝামাঝি এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাখি ভ্যানে সরাসরি ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়। এদিকে দুর্ঘটনার পর পরই প্রাইভেট কার চালক ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার ভ্যান চালকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এইচআর

Link copied!