Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

নাটোরে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৭:৪০ পিএম


নাটোরে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

নাটোরে আকবর আলী নামে এক ভিক্ষুকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে শহরের এলাকার চকবৈদ্যনাথ এলাকায় নির্মাণাধীন বিল্ডিং এর পাশের বেড়ার ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সেখানে তার মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। সে একই এলাকার মৃত হযরত আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আকবর আলী অসুস্থ্য ছিল। আর্থিক অনটনের কারণে সে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতো। প্রতিদিনের মত আজ সকালেও ভিক্ষা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে দুপুরে চকবৈদ্যনাথ এলাকার একটি নির্মানাধীন বিল্ডিং এর পাশের বেড়ার ঘরে তার মাথা থেতলানো রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে আকবর আলীর মৃতদেহটি উদ্ধার করেন।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।

এআরএস

 

Link copied!