Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত কলেজছাত্রের পরিবারের পাশে প্রশাসন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৮:৩৯ পিএম


মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত কলেজছাত্রের পরিবারের পাশে প্রশাসন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে মো. আরিফ হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মাটিরাঙ্গা পৌরসভার দশ নাম্বার এলাকায় নিহত পরিবারের বাড়ি ছুটে যান ও সহায়তা প্রদান করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

নিহত কলেজছাত্র মো. আরিফ হোসেন মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ১০নং মুসলিমপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। সে মাটিরাঙ্গা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী মো. রুহুল আমিন, মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইঁয়াসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বিকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে এক আত্মীয়ের বাড়িতে যাবার পথে মো. তাজুল ইসলামের বাগানের সামনে গেলে আকস্মিক বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাঁর শরীরের বিভিন্ন স্থান ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, বিষয়টি জেনেছি।

এসময় মরদেহ দাফনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত তহবিল থেকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নিহতের পিতা মো. আবুল হোসেনের হাতে ২০ হাজার টাকা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

এআরএস

Link copied!