Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পাগলা-মহানন্দায় গোসলে নেমে ২ শিশুসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৮:৪৮ পিএম


পাগলা-মহানন্দায় গোসলে নেমে ২ শিশুসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পাগলা ও মহানন্দা নদীতে গোসলে নেমে ২ শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ি খুলুপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে লিজা খাতুন (১১)  এবং বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়েরাবেয়া বাসুির নাইমা (১১)। 

তারা ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। মৃত অপরজন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুমপাড়া বড়মসজিদ চৌহমুনি নামোশংকরবাটী নতুনহাট মহল্লার সৈয়বুর রহমানের ছেলে মারুফ হোসেন (২১)। বুধবার এঘটনা দুটি ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ ও সদর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ডুবে মারা যাওয়ার কথা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরি দল স্থানীয়দের সহায়তা মরদেহগুলো উদ্ধার করা হয়।

এআরএস
 

Link copied!