Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০২:৪৩ পিএম


মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মুনিয়া সরকারি সা’দত কলেজের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। সে উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সখীপুর-বাসাইল সড়কের বাসুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, বুধবার মুনিয়া জরুরি কাজে বাড়িতে এসে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে কলেজের আবাসিক হলে ফিরছিলেন। বাসাইল উপজেলার বাসুলিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মুনিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে তাঁকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত মুনিয়ার চাচাতো ভাই আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুনিয়াকে সখীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এআরএস

Link copied!