ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৪:২৩ পিএম
ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৪:২৩ পিএম
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক সাংবাদিক মাহবুব উল হক পেয়ারার ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৩সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরুর সভাপতিত্বে রবিউল হক রবির সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন জেলার প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলম, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি এ কে এম আব্দুর রহিম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)র মফস্বল ডেক্স ইনচার্জ কাজী তানভীর আলাদিন, মরহুমের সন্তান সামিউল হক শাহীন, দৈনিক আমার সংবাদের ফেনী প্রতিনিধি এস এম ইউসুফ আলী, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি শফি উল্লাহ রিপন, যমুনা টেলিভিশনের স্টাফ করসপনডেন্ট আরিফুর রহমান, সময় টেলিভিশনের ফেনী ব্যাুরো অফিসের সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি মামুন প্রমুখ।
এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা রহমান।
প্রসঙ্গত, মরহুম মাহবুব উল হক পেয়ারা ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী এবং সমাজসেবক হিসেবে ফেনীর উন্নয়নে অনেক অবদান রাখেন।
এআরএস