Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাংনীতে বিয়ে দেওয়ার চেষ্টা করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৭:৫৪ পিএম


গাংনীতে বিয়ে দেওয়ার চেষ্টা করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মেহেরপুরের গাংনীতে ঘরের আড়া থেকে রুবিনা খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নিজ শয়নকক্ষের বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রুবিনা খাতুন উপজেলার হাড়িয়াদহ গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রুবিনা খাতুনের পরিবারের লোকজন তার বিয়ের দিনক্ষণ ঠিক করেছিল। কিন্তু রবিনা খাতুন ওই বিয়েতে রাজি ছিল না। সে কারণেই হয়তো এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে যদি কোন অভিযোগ দায়ের করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। 
এআরএস

Link copied!