Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মামাতো বোনের সঙ্গে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৯:১৪ পিএম


মামাতো বোনের সঙ্গে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর পরকীয়ার জের ধরে জান্নাতুল মাওয়া তাহসিন (২২) নামে প্রবাসীর স্ত্রীর অত্মহত্যার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড পাহাড়তলি এলাকায় এ ঘটনা ঘটে। তাহসিন ওই এলাকার প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী।

থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে রুমের সিলিং ফ্যানে ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দুই সন্তানের জননী জান্নাতুল মাওয়া তাহসিন। পরে বাড়ির লোকজন এ দৃশ্য দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষনা করেন।

তাহসিনের মা মনোয়ারা বেগম বলেন, মহিউদ্দিন তার মামাতো বোনের সঙ্গে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পরিবারের লোকজনের সহায়তায় আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে বাড়ির সিলিং ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে রাখা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। গলায় রশির দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।

এআরএস

Link copied!