Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দিরাই প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১০:০২ পিএম


দিরাই প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

সাদাকে সাদা আর কালোকে কালো’ বলার প্রত্যয় নিয়ে পথচলা দিরাই প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দিরাই থানা পয়েন্টস্থ জালাল সিটি সেন্টারের ভিআইপি কনফারেন্স হলে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ জনকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ ফিমেইল একাডেমির চেয়ারম্যান জামিল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জজ কোর্টের এডশিনাল পিপি সোহেল আহমদ, দিরাই থানার ওসি তদন্ত আকরাম আলী, দিরাই পৌর আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, দৈনিক ইত্তেফাক ও নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন,  দৈনিক আমার সংবাদ ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী,  দি ডেইলি মেসেঞ্জারের জেলা প্রতিনিধি দিপাল ভট্টাচার্য্য। 

অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালমান মিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি জুবের সরদার দিগন্ত, সহ-সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল, ইফতেখার মোঃ নাবিল চৌধুরী, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, প্রচার সম্পাদক উমেদ আলী, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান পাবেল, নির্বাহী সদস্য অশোক তালুকদার ও সুজন মিয়া প্রমুখ।

আরএস

Link copied!