কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১২:৫৯ পিএম
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১২:৫৯ পিএম
গোপালগঞ্জঞ্জের কাশিয়ানী উপজেলা সদর বাজার ও আশেপাশের এলাকায় ব্যাপক ভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার সাকাল ৬টা থেকে কাশিয়ানী উপজেলা সদর বাজার ও তার আশেপাশের এলাকায় দ্বিতীয় দিনের মতো এ অভিযান চলে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের নেতৃত্বে অর্ধশত শ্রমিক ও নেচার গার্ড নামের একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও নেচার গার্ড এর সদস্যরা উপজেলা সদর বাজারের ব্যাবসায়ীদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কয়েকটি ময়লা আর্বজনা টানারভ্যান তৈরি করা হয়েছে। প্রতিদিন রাত ৯ টায় ময়লা আবর্জনা নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলা হবে। প্রতি সাতদিনে একবার সেই মায়লা-আর্বজনা ধ্বংস করা হবে। তাতে পরিবেশ ভালো থাকবে।
উল্লেখ্য গত বুধবার বিকালে কাশিয়ানী উপজেলা সদর বাজারে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়।
এআরএস