Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০২:৫২ পিএম


মেলান্দহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের শ্যামপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ মাঝিপাড়া এলাকার মো. আয়নাল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর হতে দেওয়ানগঞ্জগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআর

Link copied!