Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাদুল্লাপুরে নবজাতকের গলিত লাশ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৭:৩১ পিএম


সাদুল্লাপুরে নবজাতকের গলিত লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের চকশুকুরগাড়ী মৌজার নলেয়া নদীতে চার পাঁচ মাস বয়সের শিশুর গলিত লাশ উদ্ধার হয়েছে।

শুক্রবার দুপুরের পর নদীতে মাছ ধরতে গেলে জেলের জালে হঠাৎ একটি ব্যাগ উঠে আসে। ব্যাগটি খুলে তাতে অর্ধগলিত নবজাতকের লাশ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়ে দেয়।

এদিকে এ উদ্ধার হওয়া নবজাতকের লাশ সম্পর্কে এলাকাবাসীরা জানায়, শিশুটির হাত পা হলেও মাথা ঠিক ভাবে হয়নি। কোন অসৎ ব্যক্তি নিজের অপকর্ম ঢাকার জন্য চার পাঁচ মাস বয়সে গর্ভপাত ঘটিয়ে শিশুটিকে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে। উক্ত গর্ভপাত করা শিশুর লাশ ভাসতে ভাসতে উল্লেখিত স্থানে চলে এসেছে।

এ বিষয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি গর্ভপাত করে কেউ শিশুটিকে নদীতে ফেলে দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।

এইচআর

Link copied!