Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৬:০১ পিএম


ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সম্পদ কুমার (৭) ও মহারানী (৪) নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সেনুয়া ইউনিয়নের চামেশ্চরী পুকুর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- রুহিয়া থানার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী মহেনপাড়া গ্রামের দয়াল চন্দ্র বর্মন ও ইতি রাণী দম্পতির সন্তান।

দয়াল চন্দ্র বর্মন বলেন, সকালে আমি এবং আমার স্ত্রী মাঠে কাজ করতে যাই। সঙ্গে আমাদের বাচ্চা দুটিকে নিয়ে যাই। আমরা কাজ করছিলাম। বাচ্চা দুটি খেলতে খেলতে হঠাৎ করে পুকুরে পড়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে পুকুরে খুঁজে পাই। দুজনই পুকুরে মরে ভেসেছিল। প‌রে প‌রিবা‌রের লোকজন পুকুর থে‌কে ওদের মর‌দেহ উদ্ধার ক‌রে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরএস

Link copied!