Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

চাঁপাইনবাবঞ্জের ভোলাহাটে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৬:১২ পিএম


চাঁপাইনবাবঞ্জের ভোলাহাটে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবঞ্জের ভোলাহাটে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের চামুচা গুচ্ছ গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে গুচ্ছ গ্রামের একটি বাড়ির বেড়া সংলগ্ন  গর্তের মধ্যে পলিথিন এবং স্কচটেপ মোড়ানো অবস্থায় ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বিষয়টি নিশ্চত করে বলেছেন, অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ যে কোনো চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

আরএস
 

Link copied!